Wellcome to National Portal
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (পেট্রোবাংলার একটি কোম্পানি)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ অক্টোবর ২০২৪

কৈলাশটিলা গ্যাস ফিল্ড

 

 

১৯৬১ সালে আবিষ্কৃত এ গ্যাসক্ষেত্রে এযাবৎ মোট ৮টি কূপ খনন করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী কৈলাশটিলা গ্যাস ফিল্ডের উত্তোলনযোগ্য গ্যাস মজুদের পরিমাণ ৮৭৮.৮০ বিলিয়ন ঘনফুট (Schlumberger SEACO Inc., 2018)। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত এ ফিল্ড হতে উত্তোলিত গ্যাসের পরিমাণ ৮১২.১৭ বিলিয়ন ঘনফুট যা উত্তোলনযোগ্য মজুদের শতকরা ৯২.৪২ ভাগ।

 

২০২৩-২০২৪ অর্থবছরে এ ফিল্ডের উৎপাদনরত ৪টি কূপ হতে গড়ে দৈনিক প্রায় ২৮.০৩ মিলিয়ন ঘনফুট উৎপাদিত গ্যাস সিলিকাজেল ও এমএসটিই প্লান্টের মাধ্যমে প্রক্রিয়াকরণ করে জেজিটিডিএসএল এবং উত্তর-দক্ষিণ পাইপলাইনে সরবরাহ করা হয়। এছাড়া, গ্যাসের সাথে উৎপাদিত দৈনিক প্রায় ৩৬০.৮২ ব্যারেল কনডেনসেট রশিদপুরে স্থাপিত নিজস্ব ফ্র্যাকশনেশন প্লান্টের মাধ্যমে প্রক্রিয়াকরণ করে প্রাপ্ত পেট্রোল, ডিজেল ও কেরোসিন বিপিসি'র আওতাধীন বিপণন কোম্পানিসমূহকে সরবরাহ করা হয়। বিপিসি কর্তৃক আরপিজিসিএল-এর কৈলাশটিলা এলপিজি প্লান্ট হতে অফস্পেক পেট্রোল (RON 81) উত্তোলন না করার প্রেক্ষিতে সেপ্টেম্বর ২০২০ হতে কৈলাশটিলা এলপিজি প্লান্ট বন্ধ ছিল বিধায় আরপিজিসিএল উক্ত প্লান্টের ফিড হিসেবে এনজিএল গ্রহণ করেনি এবং কৈলাশটিলা এমএসটিই প্লান্টে এনজিএল উৎপাদন বন্ধ রাখতে হয়। উল্লেখ্য যে, মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদনের পরিপ্রেক্ষিতে কৈলাশটিলা এলপিজি প্লান্ট পুনঃ চালুকরণের জন্য আরপিজিসিএল হতে এসজিএফএল-এর নিকট গত ৩০-০৫-২০২৪ তারিখে হস্তান্তরিত হয়। ০২-০৬-২০২৪ তারিখ থেকে এসজিএফএল-এর পরিচালনায় কৈলাশটিলা এলপিজি প্লান্ট পুনঃ চালু করা হয় এবং কৈলাশটিলা এমএসটিই প্লান্টে উৎপাদিত এনজিএল ফিড হিসেবে কৈলাশটিলা এলপিজি প্লান্টে সরবরাহ করা হচ্ছে।

 

উল্লেখ্য যে, আলোচ্য ফিল্ডে কৈলাশটিলা-২নং কূপের ওয়ার্কওভার ২৩-১১-২০২৩ তারিখে সম্পন্ন হয়েছে। বর্তমানে কৈলাশটিলা-২নং কূপ হতে দৈনিক প্রায় ৫.৮৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে। এ ফিল্ডে কৈলাশটিলা-৮ নং কূপ খনন কাজ ১১-০১-২০২৪ তারিখে শুরু হয়ে ১৫-০৬-২০২৪ তারিখে শেষ হয়েছে। গ্যাস গ্যাদারিং পাইপলাইন নির্মাণ সমাপনান্তে কূপটি হতে বর্তমানে দৈনিক কম-বেশী ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে।