সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড-এর অন্যতম স্থাপনা রশিদপুর কনডেনসেট ফ্র্যাকশনেশন প্লান্ট (আরসিএফপি) বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুরে অবস্থিত। এই প্লান্টের উৎপাদন ক্ষমতা প্রতিদিন ৩৭৫০ ব্যারেল। এটি দুটি পর্যায়ে সিলেট গ্যাস ফিল্ডের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হয়। প্রথম পর্যায়ে ২৫০০ বিপিডি ক্ষমতার একটি ফ্র্যাকশনেশন প্লান্ট স্থাপন করা হয় যা ২০০৯ সালে উৎপাদন শুরু করে। দ্বিতীয় পর্যায়ে ১২৫০ বিপিডি ক্ষমতার আরেকটি ফ্র্যাকশনেশন প্লান্ট স্থাপন করা হয় যা ২০১২ সালে উৎপাদন শুরু করে। এসজিএফএল ও শেভরন-বাংলাদেশ লিমিটেডের বিভিন্ন গ্যাসক্ষেত্র হতে প্রাপ্ত হেভি কনডেনসেট প্লান্টের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এই প্লান্ট হতে মোটর স্পিরিট, কেরোসিন ও ডিজেল উৎপাদন করা হয়। উৎপাদিত পণ্যসমূহ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)’র কোম্পানিসমূহ পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেড-এর ডিপোতে সরবরাহ করা হয়।
এসজিএফএল-এর মাধ্যমে দেশের প্রায় ২৪-২৬% পেট্রোলের চাহিদা পূরণ হয়। বাংলাদেশের জ্বালানি খাতে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড-এর এই রশিদপুর কনডেনসেট ফ্র্যাকশনেশন প্লান্ট স্থাপনাটি দেশের জ্বালানি চাহিদা পূরণে এবং জ্বালানি খাতে সমৃদ্ধি আনয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।