Wellcome to National Portal
  • 2025-01-01-09-27-21eb79b73affeb1b25d0e4f0ee23ca79
  • Head office Building_SGFL
  • Haripur
  • Kailashtilla Plant
  • RGF
  • bbgf
  • Chattak Field
  • MSTE Plant
  • RCFP Plant
  • IMG_20181022_201523
  • IMG_20181023_173420
  • 2021-07-29-06-24-6b178b417c5bbf63329cdfce20e72836
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (পেট্রোবাংলার একটি কোম্পানি)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ এপ্রিল ২০২৫

ছাতক গ্যাস ফিল্ড

 

2020-02-27-15-10-fe301150691e14333bc326acdb2a4c19

 

১৯৮৪ সালের ৮ জানুয়ারী বাংলাদেশ সরকার এবং সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর মধ্যে একটি ভেন্ডিং চুক্তির মাধ্যমে (১৫০৪ লক্ষ টাকা ব্যয়ে) এসজিএফএল-এর কাছে ছাতক ফিল্ড এবং হরিপুর ফিল্ড হস্তান্তর করা হয়।

 

ছাতক কাঠামোটি বেঙ্গল বেসিনের সুরমা সাব-বেসিনের উত্তর প্রান্তে অবস্থিত। ১৯৫৯ সালে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলায় ছাতক-১ নং কূপ খননের মাধ্যমে ছাতক গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়। ১৯৬০ সালে ছাতক সিমেন্ট কারখানা এবং পাল্প অ্যান্ড পেপার মিলগুলিতে প্রায় ৪ প্রতিদিন মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন শুরু হয়, যা বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করে। এটি শিল্পক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের ক্ষেত্রে একটি যুগান্তকারী মাইলফলক ছিল।

 

ছাতক-১ নং কূপ থেকে উৎপাদন ১৯৮৪ সাল পর্যন্ত অব্যাহত ছিল। একটি ব্যর্থ ওয়ার্কওভার অপারেশনের পর, অতিরিক্ত পানি এবং বালির কারণে ১৯৮৫ সালে উৎপাদন বন্ধ হয়ে যায়। ওয়েলড্রিল (১৯৯১) এর তথ্যমতে সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে কূপটি বন্ধ হয়ে গিয়েছিল।