Wellcome to National Portal
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (পেট্রোবাংলার একটি কোম্পানি)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd ফেব্রুয়ারি ২০২৫

রশিদপুর ৩০০০ বিপিডি সিআরইউ প্লান্ট

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) এর অনন্য স্থাপনা ৩০০০ বিপিডি ক্যাটালাইটিক রিফর্মিং ইউনিট (সিআরাইউ) প্লান্টটি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বড়গাঁও এলাকায় প্রায় ১১.৯৫ একর ভূমির উপর অবস্থিত। প্লান্টটির নির্মাণ কাজ ২০১৭ সালে শুরু হয় এবং ২০২১ সালের মে মাসে পূর্ণাঙ্গরূপে উৎপাদনে আসে। ৩০০০ বিপিডি সিআরইউ একটি অত্যাধুনিক প্রযুক্তির বিশেষায়িত প্লান্ট। এ প্লান্টের প্রসেস লাইসেন্সর Axens, France এবং EPC ঠিকাদার The Consortium of PT Istana Karang Laut and Energypac Power Generation Limited, Indonesia.

এই প্লান্টটি ন্যাপথা হাইড্রোট্রিটিং (এনএইচটি) ইউনিট এবং ক্যাটালিটিক রিফর্মিং ইউনিট (সিআরাইউ) নামে দু'টি ইউনিট নিয়ে গঠিত। ন্যাপথা হাইড্রোট্রিটিং ইউনিট এর প্রধান ফিড ন্যাপথা, যা সাধারণভাবে মোটর স্পিরিট (RON-৮১) নামে পরিচিত; এটি ৪০০০ বিপিডি কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্ট থেকে সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে ১৬ Barg চাপ ও ২৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনএইচটি ইউনিটে কোবাল্ট-মলিবডেনাম (Co-Mo) প্রভাবকের (Catalyst) উপস্থিতিতে এনএইচটি ইউনিটে ন্যাপথা থেকে সিলিকা, সালফার এবং নাইট্রোজেনের মতো ক্ষতিকর উপাদান অপসারণের মাধ্যমে ন্যাপথাকে পরিশোধিত করা হয়। এরপর স্প্রিটার কলামের সাহায্যে হাইড্রোট্রিটেড লাইট ন্যাপথা ও হাইড্রোট্রিটেড হেভি ন্যাপথা পৃথক করা হয়ে থাকে। পরবর্তীতে এনএইচটি ইউনিট থেকে প্রাপ্ত এই হাইড্রোট্রিটেড হেভি ন্যাপথা ক্যাটালাইটিক রিফর্মিং ইউনিট এর জন্য ফিডস্টক হিসাবে ব্যবহৃত হয়।

এনএইচটি ইউনিট থেকে প্রাপ্ত হাইড্রোট্রিটেড হেভি ন্যাপথা ক্যাটালিটিক রিফর্মিং ইউনিটে প্রায় ১৫ Barg চাপ ও ৪৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাটিনাম-রেনিয়াম (Pt-Rh) প্রভাবকের (Catalyst) উপস্থিতিতে নিম্ন অকটেন নাম্বার এর ন্যাপথাকে উচ্চ অকটেন নাম্বার এর রিফরমেট পণ্যে রূপান্তরিত করা হয়। এই বিক্রিয়ার উপজাত হিসাবে সিআরইউ থেকে এলপিজি ও হাইড্রোজেন পাওয়া যায়।

দৈনিক উৎপাদিত প্রধান পণ্যের মধ্যে রয়েছে প্রায় ১৯০০-২০০০ ব্যারেল রিফরমেট (RON ৯৯+), প্রায় ২০-২৫ ব্যারেল এলপিজি, প্রায় ৯০০-৯৫০ ব্যারেল লাইট ন্যাপথা এবং হাইড্রোজেন (প্রায় ৯২% বিশুদ্ধতাসম্পন্ন)। এই হাইড্রোজেন প্লান্টের অপারেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা প্রাকৃতিক গ্যাসের সাথে মিশ্রিত করে জ্বালানি হিসেবে অন-সাইট ৭টি হিটারে এবং এনএইচটি ইউনিটে হাইড্রোট্রিটিং বিক্রিয়ায় ব্যবহৃত হয।

উচ্চ অকটেন নাম্বারসম্পন্ন রিফরমেট, লাইট ন্যাপথা এবং মোটর স্পিরিট (RON ৮১)-এর সাথে মিশ্রিত করে অকটেন (RON ৯৫) এবং পেট্রোল (RON ৮৯) উৎপাদন করা হয়। চূড়ান্তভাবে উৎপাদিত এই পণ্যগুলি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর কোম্পানিসমূহের (পদ্মা, মেঘনা ও যমুনা) ডিপোতে সরবরাহ করা হয়। এসজিএফএল এর মাধ্যমে দেশের প্রায় ১৪-১৬% অকটেন (RON ৯৫) এবং ২৪-২৬% পেট্রোল (RON ৮৯) এর চাহিদা পূরণ করে থাকে। বাংলাদেশের জ্বালানি খাতে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর এই ক্যাটালিটিক রিফর্মিং ইউনিট (সিআরইউ) প্লান্টটি দেশের জ্বালানি চাহিদা পূরণে এবং জ্বালানি খাতে সমৃদ্ধি আনয়নে বিশেষ অবদান রেখে চলেছে।