Wellcome to National Portal
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (পেট্রোবাংলার একটি কোম্পানি)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ অক্টোবর ২০২৪

বিয়ানীবাজার গ্যাস ফিল্ড

 

 

১৯৮১ সালে আবিষ্কৃত এ গ্যাসক্ষেত্রে এ যাবৎ মোট ২টি কূপ খনন করা হয়। বিজিপি ইনক, সিএনপিসি, চায়না কর্তৃক ২০২৪ সালে প্রণীত প্রতিবেদন অনুযায়ী বিয়ানীবাজার ফিল্ডের প্রাথমিক উত্তোলনযোগ্য গ্যাস মজুদের পরিমাণ ২৩৫.৮৭ বিলিয়ন ঘনফুট। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত এ ফিল্ড হতে উত্তোলিত গ্যাসের পরিমাণ ১১৫.২১৮ বিলিয়ন ঘনফুট যা উত্তোলনযোগ্য মজুদের শতকরা ৪৮.৯৮ ভাগ।

 

২০২৩-২০২৪ অর্থবছরে এ ফিল্ডের উৎপাদনরত ২টি কূপ হতে গড়ে দৈনিক প্রায় ১৫.০৭ মিলিয়ন ঘনফুট উৎপাদিত গ্যাস সিলিকাজেল প্লান্টের মাধ্যমে প্রক্রিয়াকরণ করে জেজিটিডিএসএল-কে সরবরাহ করা হয়। এছাড়া, গ্যাসের সাথে গড়ে দৈনিক প্রায় ২২৯.৬৫ ব্যারেল কনডেনসেট উৎপাদিত হয়।