১৯৬০ সালে আবিষ্কৃত এ গ্যাসক্ষেত্রে এ যাবৎ মোট ১১টি কূপ খনন করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী রশিদপুর গ্যাস ফিল্ডেরস প্রাথমিক উত্তোলনযোগ্য গ্যাস মজুদের পরিমাণ ১,২৯৭.১০ বিলিয়ন ঘনফুট (Schlumberger SEACO Inc., 2018)। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত এ ফিল্ড হতে উত্তোলিত গ্যাসের পরিমাণ ৭২২.৪৬১ বিলিয়ন ঘনফুট যা উত্তোলনযোগ্য মজুদের শতকরা ৫৫.৭০ ভাগ। ২০২৩-২০২৪ অর্থবছরে এ ফিল্ডের উৎপাদনরত ৭টি কূপ হতে গড়ে দৈনিক প্রায় ৫৫.০৩ মিলিয়ন ঘনফুট উৎপাদিত গ্যাস ২টি সিলিকাজেল ও ১টি গ্লাইকল ডিহাইড্রেশন প্লান্টের মাধ্যমে প্রক্রিয়াকরণ করে উত্তর-দক্ষিণ পাইপলাইনে সরবরাহ করা হয়েছে। এছাড়া, এ ফিল্ড হতে গ্যাসের উপজাত হিসেবে গড়ে দৈনিক প্রায় ৪০.৯৬ ব্যারেল কনডেনসেট উৎপাদিত হয়।
উল্লেখ্য যে, এ ফিল্ডের রশিদপুর-২নং কূপ ওয়ার্কওভার শেষে গত ০৯-০২-২০২৪ তারিখ থেকে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট এবং রশিদপুর-৯নং কূপ হতে প্রসেস প্লান্ট পর্যন্ত গ্যাস গ্যাদারিং পাইপলাইন নির্মাণের মাধ্যমে ২৬-০১-২০২৪ তারিখ থেকে কম-বেশী দৈনিক ১৩ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে।