Wellcome to National Portal
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (পেট্রোবাংলার একটি কোম্পানি)
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ August ২০২৪

চলমান উন্নয়ন প্রকল্প

ব্যয়: লক্ষ টাকায়

ক্রঃ নং

প্রকল্পের নাম

প্রাক্কলিত ব্যয়, লক্ষ টাকা

অর্থায়ন

বাস্তবায়নকাল

প্রকল্পের মূল উদ্দেশ্য

মোট

বৈঃ মুঃ

শুরু

শেষ

কৈলাশটিলা-৮ নং কুপ (অনুসন্ধান কুপ) খনন। ১৭২৫৯.০০ ৪০৬২.০০ কোম্পানির নিজস্ব অর্থ জানুয়ারী ২০২১

জুন ২০২৩

গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৈলাশটিলা স্ট্রাকচারে ৩৪৫০ (+৫০) মিটার গভীরতায় গ্যাস কূপ হিসেবে একটি অনুসন্ধান কূপ (কৈলাশটিলা-৮) খনন করা; নতুন কূপ খনন করত: দৈনিক ২১ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদনের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার আংশিক পূরণ করা।
জানুয়ারি ২০২১ (সংশোধিত)

ডিসেম্বর ২০২৪ (সংশোধিত)

এ্যাকারেজ ব্লক- ১৩ ও ১৪ এর অবমুক্ত এলাকায় ৩ডি সাইসমিক জরিপ প্রকল্প।

 ২৮১৯৬.০০

(২৩০৩১.০০)

০.০০ নিজস্ব অর্থ এবং গ্যাস উন্নয়ন তহবিল (জিডিএফ) জুলাই ২০২১ জুন ২০২৪ এ্যাকারেজ ব্লক- ১৩ ও ১৪ এর অবমুক্ত এলাকায় গ্যাস রিজার্ভ ও রিসোর্স মূল্যায়নে অধিকতর জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যত গ্যাস চাহিদা মেটাতে কর্মপরিকল্পনা প্রণয়ন করা, এ্যাকারেজ ব্লক- ১৩ ও ১৪ এর অবমুক্ত এলাকায় ৮৬৫ বর্গকিলোমিটার ৩ডি সাইসমিক জরিপ পরিচালনা করা; কম-বেশী ৮ কিলোমিটার গভীরতা পর্যন্ত হাইড্রোকার্বন পে-জোন চিহ্নিত ও মূল্যায়ন করা।
সিলেট ১০নং কূপ (অনুসন্ধান কূপ) খনন। ৫১৭১০.০০ ৩৭৮০৯.০০ নিজস্ব অর্থ এবং গ্যাস উন্নয়ন তহবিল (জিডিএফ) অক্টোবর ২০২১ ডিসেম্বর ২০২৩ সিলেট ১০নং কূপ খননের মাধ্যমে প্রাথমিকভাবে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করা। গ্যাস উৎপাদনের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদার আংশিক পূরণ করা।
অক্টোবার ২০২১ (সংশোধিত) জুন ২০২৫ (সংশোধিত)
হরিপুর গ্যাস ফিল্ডে দৈনিক ৪৫ মিলিয়ন ঘনফুট ক্ষমতাসম্পন্ন প্রসেস প্লান্ট স্থাপন। ১২৩১০.০০ ৯৬০৯.০০ নিজস্ব অর্থ এবং গ্যাস উন্নয়ন তহবিল (জিডিএফ) অক্টোবর  ২০২২  সেপ্টেম্বর  ২০২৪ গ্যাস প্রক্রিয়াজাতকরনের জন্য হরিপুর গ্যাস ফিল্ডে দৈনিক ৪৫ মিলিয়ন ঘনফুট ক্ষমতাসম্পন্ন প্রসেস প্লান্ট স্থাপন। হরিপুর ফিল্ডের কূপসমূহ হতে উত্তলিত গ্যাস প্রসেস করে তা সরবরাহের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার আংশিক পুরণ করা।
কৈলাশটিলা-২, রশিদপুর-২, রশিদপুর-৫ ও সিলেট-৭ নং কূপ ওয়ার্কওভার। ২৮৭৪০.০০ ০.০০ কোম্পানির নিজস্ব অর্থ জানুয়ারী ২০২৩ ডিসেম্বর ২০২৪ কৈলাশটিলা-২, রশিদপুর-২, রশিদপুর-৫ ও সিলেট-৭ নং বন্ধ কূপসমূহ ওয়ার্কওভারের মাধ্যমে পুনঃউৎপাদনে আনয়ন; ওয়ার্কওভারের মাধ্যমে কৈলাশটিলা-২, রশিদপুর-২, রশিদপুর-৫ ও সিলেট-৭ নং কূপসমূহ হতে প্রথম ৫ বছরে ৫৪ বিসিএফ এবং পরবর্তী ৫ বছরে ৪১ বিসিএফ অর্থাৎ ১০ বছরে অনুমানিক ৯৫ বিসিএফ গ্যাস উত্তোলন করে দেশের জ্বালানি চাহিদার আংশিক পুরণ করা।
সিলেট-১১ (উন্নয়ন কূপ)  ও রশিদপুর- ১৩ (অনূসন্ধান কূপ)  কূপ খনন প্রকল্প।  ৫৯৯৫০.০০ ৪১৬৮৩.০০  কোম্পানির নিজস্ব অর্থ মার্চ ২০২৪ জুন ২০২৬  

সূত্র:  আইএমইডি-০৫/২০০৩ রিপোর্ট (জুলাই ২০২৪)